বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারে তিনতলা মনাফ ভবন হেলে পড়েছে। এতে জনমনে বিরাজ করছে বড় ধরনের দুর্ঘটনার আশংকা। ইতোমধ্যে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
উপজেলার মিরেরচর গ্রামের আব্দুল মনাফের এই তিনতলা ভবনটি রবিবার বিকেলে হঠাৎ হেলে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট ও ওসমানীনগর থেকে ফায়ার ব্রিগেডের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। সন্ধ্যা থেকে বিশ্বনাথ নতুনবাজার থেকে মুফতিরগাঁও সড়কে যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও ওসি মনিরুল ইসলাম জানান, ভয়ের কোন কারণ নেই। বিশেষজ্ঞ টিমকে সংবাদ দেয়া হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply