বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক ট্রাক চালককে জাতীয় পার্টির সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার থাপ্পড়ের প্রতিবাদে বিক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা উপজেলা সদরে ঝাড়ু মিছিল করেছেন।
পরিবহণ শ্রমিকরা অভিযোগ করেছেন, শনিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে ট্রাক দিয়ে রাজনগর মোল্লারগাঁও গ্রামে প্রবাসী ইসলাম উদ্দিনের বাড়ির মালামাল নিয়ে যান চালক কামরান আহমদ। তখন এ রাস্তা দিয়ে যাবার সময় সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ট্রাকটিকে বিশ্বনাথ-পনাউল্লা বাজার সড়কে দাঁড়িয়ে থাকতে দেখে তার গাড়ি থেকে নেমে গিয়ে ট্রাক চালককে থাপ্পড় মেরে বসেন।
এ খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর দক্ষিণপাশে পথসভায় মিলিত হয়। এতে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে সাংসদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
পথসভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ময়না মিয়া ও হাবিবুর রহমান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে, সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া থাপ্পড় মারার কথা স্বীকার করে বলেন, এ রাস্তা দিয়ে ৩ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচল আইনতঃ দণ্ডনীয় অপরাধ। তাই তিনি প্রতিবাদ করেছেন।
Leave a Reply