নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক প্রবাসী ৫০ লাখ টাকায় অন্য এক প্রবাসীর নিকট থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন; কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে দিলেও বিক্রেতা রেজিস্ট্রি করে না দিয়ে জবরদখলের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফ্লাটটির ক্রেতা উপজেলার দশপাইকা গ্রামের সোনাফর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান এ অভিযোগ করেন ।
তিনি জানান, একই উপজেলার সুড়িখাল গ্রামের মফিজ আলীর ছেলে সুনু মিয়ার নিকট থেকে ২০১২ সালে বিশ্বনাথ পৌর এলাকার আল মদিনা হাউজিং এস্টেটের ২ নম্বর ভবনের নিচতলায় একটি ফ্ল্যাট কিনেন তিনি ৩০ লাখ টাকায়। পরে ২০১৮ সালে একই হাউজিং এস্টেটের ৬ নম্বর ভবনের তৃতীয় তলায় আরেকটি ফ্ল্যাট কিনেন ৫০ লাখ টাকায়; কিন্তু সেই সময় ক্রেতা ও বিক্রেতা দুজনই লন্ডনে অবস্থান করায় ৬ নম্বর ভবনে কেনা ফ্ল্যাটটি রেজিস্ট্রি করা হয়নি।
এক পর্যায়ে আব্দুল হান্নানের নিকট বিক্রয় করা ২ নম্বর ভবনের ফ্ল্যাটটি জোরপূর্বক দখল করতে মরিয়া হয়ে উঠেন সুনু মিয়া। এ নিয়ে নানা জটিলতার পর স্থানীয় প্রশাসন ও মুরব্বিয়দের মধ্যস্থতায় ৩০ লাখ টাকা ফেরৎ দিয়ে সুনু মিয়ার ফ্ল্যাটটি ফিরিয়ে নেন। তবে তাও রেজিস্ট্রি হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্ল্যাট দুটি পরষ্পরকে রেজিস্ট্রি করে দিতে একমত হয়ে সুনু মিয়া ও আব্দুল হান্নান একসঙ্গে দেশে আসেন; কিন্তু দেশে ফিরেই সুনু মিয়া ২ নম্বর ভবনের ফ্ল্যাটটি আগে রেজিস্ট্রি করে দিতে আব্দুল হান্নানকে চাপ দেন। অন্যদিকে আব্দুল হান্নান প্রস্তাব দেন একসঙ্গে দুই ফ্ল্যাটেরই রেজিস্ট্রি সম্পন্ন করার। এতে রাজি না হয়ে সুনু মিয়া উল্টো আব্দুল হান্নানকে ৬ নম্বর ভবনের ফ্ল্যাটটি ছেড়ে দিতে চাপ দিতে শুরু করেন। চেষ্টা চালান জোরপূর্বক দখলের। অব্দুল হান্নানের পরিবারকে বের করে দিয়ে তালা মেরে দেওয়ার-এমনকি মেরে মরদেহ গুম করে দেওয়ারও হুমকি দিয়ে চলেছেন।
প্রবাসী আব্দুল হান্নান আরও অভিযোগ করেন, সুনু মিয়াকে স্থানীয় একটি প্রভাবশালী মহল ইন্ধন ও প্রশ্রয় দিচ্ছে।
আরও জানান, তিনি প্রবাসে থাকা অবস্থায় সুনু মিয়া দেশে তারা ভাড়াটে লোকজন দিয়ে তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করান।
আব্দুল হান্নান উল্লেখ করেন, এ ব্যাপারে ২০২১ সালের ১৯ অক্টোবর তার স্ত্রী সিলেট জেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। এছাড়াও এ পর্যন্ত বিশ্বনাথ থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে; কিন্তু সুনু মিয়ার উৎপাত থামেনি।
এ অবস্থায় আব্দুল হান্নান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply