সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও এলাকার অসহায় হয়ে পড়া পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে শফিকুর রহমান চৌধুরীর পক্ষে এই উপহার বিতরণ করেন, তারই ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী আকিকুর রহমান চৌধুরী শিপু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম চৌধুরী অপু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, সামসুল ইসলাম সমুজ, লাল মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল ও সংগঠক বদরুল আলম চৌধুরী শিপু।
Leave a Reply