সিলেটের বিশ্বনাথ উপজেলার মিয়ারবাজারে রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা প্রবাসী লুৎফুর রহমান সহ ২০ জন রক্তদাতার সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। সংগঠনের সভাপতি জাহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলম ময়নার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্যের ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তজম্মুল আলী, প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান সেবুল, সুলতান খান ও লিতু খান।
Leave a Reply