বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্যবসায়ী মোক্তার মিয়া হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের উপযুক্ত বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজার বণিক সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, বণিক সমিতির সভাপতি হাফিজ আব্দুল কাদির। প্রধান অতিথি ছিলেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী হিরা মিয়া, নজমুল ইসলাম, জাহিদ হোসেন, খছরু মিয়া ও মোক্তার মিয়ার চাচাতো ভাই মানিক মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ছগির আলী। সভা পরিচালনা করেন, ব্যবসায়ী শাহ আজমল হোসেন রাজন। সমাবেশে এলাকার ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply