শুকরান আহমদ রানা, বিশ্বনাথ : আজ বৃহস্পতিবার, ১১ জানুয়ারি (২৭ পৌষ) নতুন মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করছে। এতে সিলেটের বিশ্বনাথের দুই কৃতিসন্তান জায়গা করে নেওয়ায় উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। গণমাধ্যমে খবরটি প্রকাশের পরপর বিভিন্ন স্থানে শুরু হয় মিষ্টি বিতরণ। অনেক রাত পর্যন্ত অনেক জায়গায় আনন্দ-উল্লাস চলে।
মন্ত্রী পরিষদে প্রথম ‘বিশ্বনাথী’ হিসেবে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান, উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের কৃতিসন্তান ডা সামন্ত লাল সেন। টেকনোক্র্যাট কোটায় তিনি মন্ত্রী পরিষদে যোগ দিচ্ছেন। এর মধ্য দিয়ে তাকে আগুনে পোড়া মানুষের চিকিৎসায় অসামান্য অবদানের জন্যে সম্মাননা জানানো হচ্ছে বলে উপজেলাবাসী মনে করছেন।
নতুন মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন সিলেট-২ আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের কৃতিসন্তান শফিকুর রহমান চৌধুরী। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্র্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরবর্তী দু’টি নির্বাচনে জোটগত নির্বাচনের স্বার্থে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে ‘২৪ ঘণ্টার রাজনীতিবিদ’ খ্যাত এই নেতা প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকেন; কিন্তু জোট প্রার্থীকে বিজয়ী করতে অত্যন্ত্র সক্রিয় ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, এর আগে ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রামপাশা গ্রামের মরমীসাধক হাছন রাজা পরিবারের সদস্য দেওয়ান তৈমুর রাজা চৌধুরী প্রতিমন্ত্রী হয়েছিলেন।
Leave a Reply