বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলীকে বিজয়ী করতে হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চত করার আহবানও জানান।
শুক্রবার রাতে খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে চেয়ারম্যান প্রার্থী আরশ আলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এ এইচ এম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমীর আলী ও মো মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন ও কার্যকরী কমিটির সদস্য কবির আহমদ কুব্বার। বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আরশ আলী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ছোরাব আলী, হাবিবুর রহমান, আতিকুর রহমান আতিক, আশিক আলী, আক্তার হোসেন, মুহিবুর রহমান সুইট, পার্থ সারথি দাস পাপ্পু, শাহ সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম প্রিন্স ও এনামুল হক বিজয়।
Leave a Reply