বিশ্বনাথ প্রতিনিধি : মরমীকবি হাছন রাজা-একলিমুর রাজার বিশ্বনাথবাসীর একজন সাইদুর রহমান সাঈদও আছেন। এটা অবশ্যই তাদের গর্ব করার আরেকটি দিক। সর্বক্ষেত্রে সফল এই মানুষটিকে গণসংবর্ধনা দিয়ে দেখিয়ে দিলেন, তারা গুণীজনের কদরও জানেন। অন্যান্য জনপদ তাদেরকে অনুসরণ করলে সমাজ ও দেশ উপকৃত হবে।
শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের গণসংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই অতিথিরা অভিমত ব্যক্ত করেন।
সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ গণসংবর্ধনা উদযাপন পরিষদ আয়াজিত প্রায় ৪ ঘণ্টার এ প্রাণবন্ত অনুষ্ঠান শ্রোতা-দর্শকরা ঠায় বসে থেকে উপভোগ করেন।
গণসংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন, লেখক ও গবেষক অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি, ভাস্কর সম্পাদক পুলিন রায়, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক, লেখক মাধব রায়, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ ও প্রাইম ব্যাংক দরগাগেইট শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ।
উদযাপন পরিষদের আহবায়ক কবি আবদুল মুমিন মামুনের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম, প্রবাসী কবি শাহ মস্তাব আলী, জয়বাংলা পরিষদ সিলেট শাখার সভাপতি ছড়াকার অজিত রায় ভজন, উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য মহব্বত আলী জাহান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সিতার মিয়া, সাবেক মেম্বার আকবর আলী মিলন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। স্বাগত বক্তব্য রাখেন স্মারকগ্রন্থ সম্পাদক কবি খালেদ উদ-দীন। সংবর্ধিত কবির সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ আনহার আলী। কবিতা আবৃত্তি করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক কবি পারভেজ রশিদ মঙ্গল, মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসার সহকারী শিক্ষক কবি শামীম আহমদ, সাংবাদিক কামাল মুন্না, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার, মাসিক বিশ্বনাথ সম্পাদক শেখ কাওছার আলী, প্রবাসী লেখক ও সংগঠক আনছার আলী, ছড়াকার তারেক লিমন ও সংগঠক বিজন চন্দ্র দাশ বিজয়।
এছাড়া কবি-সাংবাদিক-সংগঠক সাইদুর রহমান সাঈদ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কবি সাইদুর রহমান সাঈদকে সম্মাননা প্রদান এবং তার লেখা গবেষণা গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে বিশ্বনাথ’ ও তাকে নিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
Leave a Reply