পরপর দুইবার বিশ্বকাপ জিতেছে কোন দল? অথবা ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছে কোন দল? পর্দায় প্রশ্নবাণ আর টেলিফোনে শ্রোতাদের উত্তর। যিনি সঠিক উত্তর দিতে পারছেন-তিনিই পাচ্ছেন নিশ্চিত উপহার।
বিশ্বকাপ ২০২২ এর জোয়ারে ভাসাতে প্রতিটি খেলার মধ্য বিরতিতে চলছে ফোনোলাইভ কুইজ শো ‘ফুটবল মাস্টারমাইন্ড’। যেখানে টান টান উত্তেজনা নিয়ে খেলা দেখছেন বিশ্বকাপপ্রেমী দর্শক, সেখানে অনলাইন প্লাটফর্ম ‘টফি’ নিয়ে এসেছে প্রশ্নোত্তরের আরেকটি শ্বাসরূদ্ধকর খেলা।
প্রতিদিন চারটি খেলার মাঝে চারটি পর্বে প্রশ্ন করছেন তানভীর হোসেন প্রবাল, দেবাশীষ বিশ্বাস ও আর জে নিরবের মতো জনপ্রিয় টিভি ব্যক্তিত্বরা। নির্মাতাদের বক্তব্য, ‘শুধু খেলা দেখা নয়, খেলা সম্পর্কে জানা এবং জানানোর জন্যই ৫ মিনিটের ফুটবল মাস্টারমাইন্ড অনুষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। যারা টফি অ্যাপ ব্যবহার করে খেলা দেখছেন; তারাই এই শোয়ে অংশ নিয়ে জিতে নিচ্ছেন তাদের উপহার।’ জানা গেছে, বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত এই কুইজ শোটি চলবে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply