বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগের প্রধান ড মো নাহিদুল ইসলামকে সম্মাননা দিয়েছে।
শনিবার ঢাকার পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস এই বিশেষ সম্মান অর্জনে ড মো নাহিদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানান ও তার সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের সাংবাদিক, শিক্ষক ও আইনজীবী-এ তিন ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক গুণীজনকে বিশেষ সম্মননা প্রদান করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply