নিজস্ব প্রতিবেদক : বাঙালির মুক্তিসনদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ‘ছয়দফা’র সমর্থনে ১৯৬৬ সালের সাতই জুন হরতাল পালনকালে মনু মিয়া সহ অন্য শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানানো হয়েছে।
শুক্রবার, ৭ জুন (২৪ জ্যৈষ্ঠ) সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শহীদ মনু মিয়া দিবস পালনকালে বক্তারা এই দাবি জানিয়ে বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ৭ জুন এক ঐতিহাসিক দিন। ১৯৬৬ সালের এইদিনে বাঙালি জাতির মুক্তিসনদ ৬ দফার সমর্থনে হরতাল পালন করতে গিয়ে মনু মিয়ার মতো বীরসন্তানেরা বুকটান করে দাঁড়িয়েছিলেন স্বৈরশাসক আইউব খানের বুলেটের সামনে। সাতই জুনের আত্মত্যাগ মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিল।
দিবসটি উপলক্ষে শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার নয়াগ্রামে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ সাইফুদ্দীন জাফরী ও সহসাধারণ সম্পাদক কবি ওয়ালী মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মো আলী আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক মজিদ উদ্দিন আনসার, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুল আলম ঝুনু, কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক, কুড়ারবাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সাংবাদিক মাসুম আহমদ, নয়াগ্রাম নবীন সংঘের সভাপতি মো সামছ উদ্দিন, শাহাব উদ্দিন মৌলা ও মামুনুর রশিদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আহমদ, নয়াগ্রাম নবীন সংঘের সাধারণ সম্পাদক মো আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক মো লুৎফুল হক চৌধুরী, সংস্কৃতিকর্মী ইমাম হাসনাত সাজু, সাংবাদিক হিরণ রোহী দাস, সৈয়দ মুনজের হোসেন বাবু, এম এ ওমর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর শফিউর রহমান, মো দেলওয়ার খান, মারজান খান প্রমুখ।
বক্তারা আরও বলেন, বিয়ানীবাজারের বীর সন্তান মনু মিয়ার বীরত্বের কথা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এ জন্য রাষ্ট্রের উদ্যোগ দরকার।
বাদ জুমা মনু মিয়াসহ সাতই জুনে শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।
উল্লেখ্য, মনু মিয়ার বাড়ি বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে। তার পুরো নাম ফখরুল মৌলা খান ওরফে মনু মিয়া। তিনি মৃত মনোহর আলীর ছেলে। মনু মিয়া ঢাকার তেজগাঁওয়ে কোকাকোলা কোম্পানিতে চাকরি করতেন। তার মরদেহটি আইউব সরকার গুম করে ফেলে।
২০১৭ সালে মনু মিয়ার বাড়িতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়। ২০১৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্থানীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে।
Leave a Reply