হবিগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আডভোকেট মো মাহবুব আলী এমপি বলেছেন, আধুনিক হাসপাতালে মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছেনা।
বৃহস্পতিবার, ৩০ মার্চ বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত কয়েক জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের বাইরে রাখার নির্দেশ দেন।
আডভোকেট মো মাহবুব আলী হবিগঞ্জে রমজান মাস উপলক্ষ্যে ৩০০ হতদরিদ্র ও প্রতিবন্ধীর মাঝে খাদ্য সহায়তাও বিতরণ করেন। জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল ও ১ প্যাকেট সেমাই দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, দেশের কোনো মানুষ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সে লক্ষ্যেই সরকার টিসিবি সহ নানাভাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নিশ্চিত করেছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানও তখন উপস্থিত ছিলেন।
Leave a Reply