র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকা থেকে পলাতক সন্ত্রাসী ও ভূয়া র্যাব পরিচয় দানকারী একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানে নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে বনকলাপাড়া এলাকা হতে এই এলাকারই বাসিন্দা মো আকরাম মিয়াকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও ভূয়া র্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply