সিলেট সদর উপজেলার পশ্চিম বিমানবন্দর এলাকার শিমুলকান্দি গ্রামে জামেয়া ইসলামিয়া শিমুলকান্দি মাদারাসা প্রাঙ্গণে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার দুপুরে ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিলেট শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সহসভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট শাখার জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত পরিচালক এ টি এম মোশাহিদ উদ্দিন, সিলেট শাখার পরিচালক এম এ মালিক হুমায়ুন, আব্দুল করিম বড় ভুইঞা ও মো মুবিন আহমদ এবং জামেয়া ইসলামিয়া শিমুলকান্দি মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা বিলাল আহমদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শতাধিক বন্যার্তের মধ্যে চাল, ডাল, তেল, পিঁয়াজ, লবণ, আলু ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply