নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার, ভারতীয় প্রসাধনী, ঔষধ ও পাতার বিড়ি জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার বিকেল ৩টায় র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি নাহিদ হাসানও এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউরকাপন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করে।
একইদিন বিকেল সোয়া ৫টার দিকে একই ক্যাম্পের আরেকটি আভিযানিক দল মেজর মো শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার মুরাদপুর পয়েন্ট থেকে ভারতীয় প্রসাধনী জব্দ এবং মো জাহাঙ্গীর আলম ও জুটন মজুমদার নামের দু’জনকে গ্রেফতার করে।
সেদিন বিকেল ৪টায় র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো আব্দুল্লাহর নেতৃত্বে দিরাই বাজারের রায়হান স্টোর হতে ২২ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি ও বিড়ি বিক্রয় লব্ধ ৪ হাজার ৩৫০ টাকা জব্দ এবং মো আবুবক্কর মিয়া নামের একজনকে গ্রেফতার করে।
এর আগ দুপুর পৌণে ১টার দিকে একই আভিযানিক দল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার থেকে ৪৯ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি বিক্রয়লব্ধ ৯ হাজার ১৮০ টাকা জব্দ এবং মো বুরহানউদ্দিন, ফয়সল মিয়া ও মোহাম্মদ শাহেদ নামের ৩ জনকে গ্রেফতার করে।
Leave a Reply