নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের ভূমি আত্মসাৎ ও সরকারি নথি জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই জামিনে মুক্তি লাভ করেছেন।
রবিবার দুপুর দেড়টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান । এ সময় তাদের ভক্ত-অনুরাগী ও কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে স্বাগত জানান।
গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় পিতাপুত্রের ১৪ বছর এবং ৬ এপ্রিল প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাত ও জালিয়াতির আরেক মামলায় ১৬ বছর কারাদণ্ড হয়।
বৃহস্পতিবার উচ্চ আদালত রাগীব আলী ও আব্দুল হাই জামিনের পক্ষে রায় দেন।
Leave a Reply