নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, দেশে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানান ইস্যুতে বিরাজমান সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে।
রবিবার দুপুরে সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টির কথা বিবেচনা করে মিড ডে মিল চালু করা হয়েছে।
ডা দীপু মনি জানান, সিলেট বিভাগের ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর জন্য মিড ডে মিল চালু করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি শাহাব উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড সৈয়দ মো গোলাম ফারুক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
Leave a Reply