দিনাজপুর প্রতিনিধি : কর্মচারীদের চাকরির যোগদানের সময় থেকে কর্মকাল গণনা, পদোন্নতি প্রদান, অধিক সময় ডেপুটেশনে কর্মরত কর্মকর্তার বদলি ও চেয়ারম্যান কর্তৃক আদালতের সকল আদেশ বিধি সম্মতভাবে বাস্তবায়ন করার দাবিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন মানববন্ধন করেছে।
বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ড ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ সভাপতি শহিদুল ইসলাম খান ও অর্থ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সকল দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
Leave a Reply