মাদক সেবন, বিক্রয়, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুরে কর্তব্যরত থাকা অবস্থায় বিশেষ অবদান রাখায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহীদুল্লাহকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের কলেজ রোডে স্বজন কার্যালয়ে দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আবুল কাসেম, বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান তালুকদার, যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক শফিকুল মল্লিক, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, অনলাইন নিউজ পোর্টাল বৈশাখী নিউজ ২৪.কম প্রতিনিধি মিলাদুর রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন এসআই একেএম জালাল উদ্দিন, এএসআই ফরহাদ আলী, তপন কুমার দাস, ব্যবসায়ী তোতা মিয়া, মোশাহিদ তালুকদার, মোশাহিদ শাহ, স্বজন সদস্য মোড়ল নিউজ২৪.কম প্রতিনিধি আবুল বাশার খান নয়ন ও সিলেট নিউজ ২৪.কম প্রতিনিধি মাহফুজুর রহমান পরশ, সময়ের সংবাদ ২৪.কম প্রতিনিধি আলম শেখ শিহাব সরোয়ার শিপু প্রমুখ।
Leave a Reply