সিলেটে স্থানীয় সরকার ব্যবস্থা আরো কার্যকর করতে নিজ শাসিত ও উন্নীত এবং ঘুষ-দুর্নীতিমুক্ত বিভাগীয় সরকার ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহানগরীর দরগা গেইট কেন্দ্রীয় মুসিলম সাহিত্য সংসদের সভা কক্ষে সিলেট বিভাগীয় সরকার বাস্তবায়ন পরিষদ ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সরকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুল হান্নান। মূল প্রবন্ধ পাঠ করেন সদস্য সচিব মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, শিক্ষক ড সৈয়দ আশরাফুর রহমান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি আখলাক আহমদ চৌধুরী, মো তৈয়বুর রহমান, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক মো বশির উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুল গফফার দীলিপ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, ইয়াওর বখত চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় স্থানীয় সরকার ব্যবস্থা আরো কার্যকর করতে সিলেট সহ সকল বিভাগে সুশাসন, সুবিচার ও উন্নয়নার্থে নিজ শাসিত ও উন্নীত এবং ঘুষ, দুর্নীতি, বেকারত্ব ও দারিদ্রমুক্ত একটি উন্নত ও সুখী শান্তিময় বিভাগীয় ব্যবস্থা গড়ে তুলতে ২১ দফা দাবি উপস্থাপন করা হয়।
Leave a Reply