দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম ও জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সাথে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে এতে বিভাগীয় কমিশনার বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রদত্ত ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য রাজস্ব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয়।
তিনি ব্যবসায়ীদের দেশ ও জনগণের বৃহৎ কল্যাণের বিষয়টি মাথায় রেখে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার আহবান জানান।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, জেলা প্রশাসন ব্যবসায়ীদের প্রতি খুবই আন্তরিক। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কারণে ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়। তবে তা ব্যবসায়ীদের হয়রানির উদ্দেশ্যে নয়।
তিনি ব্যবসায়ীদের এ ব্যাপারে আতংকিত না হওয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার পাশাপাশি সরকারি বিভিন্ন কর্মকাণ্ডেও সহযোগিতা করে থাকে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মুকির হোসেন চৌধুরী, হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, জিয়াউল হক, সাহিদুর রহমান, ওয়াহিদুজ্জামান (ভূট্টো), নূরুল ইসলাম, এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, বশিরুল হক, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, প্রতিনিধি আতিক হোসেন, সদস্য আব্দুর রহমান জামিল, মধুমিতা ইসলাম, আবুল কালাম প্রমুখ।
Leave a Reply