হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার সকালে বিবিয়ানা গ্যাস ফিল্ডের সামনে শ্রমিকরা মানববন্ধন করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা কামরুল ইসলাম, বাবলু আহমেদ, ইউপি মেম্বার জবা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।
Leave a Reply