সুনামগঞ্জ প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সুনামগঞ্জে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
বুধবার সকাল ৮টায় শহরের পুরাতন কোর্ট সংলগ্ন কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজ আদায় করেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুল রহমান মিসবাহ, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া। ইমামতি করেন, কোর্ট মসজিদের ইমাম মাওলানা নূর হোসাইন।
এছাড়া আরফিনগর ঈদগা ও তেঘরিয়া ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply