বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও যৌতুক বিরোধী সাংস্কৃতিক সংগঠন চিরন্তনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের সুরমা মার্কেট কার্যালয়ে বুধবার বিকেল ৪টা থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
চিরন্তনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন আফাজের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক পংকজ চন্দ, আবদুল্লাহ খোকন ও দিলদার মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমরেড সিকন্দর আলী, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, গণতন্ত্রী পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট রেজাউর করিম খান, ফাতেমা সুলতানা অন্যা, গণতন্ত্রী পাটির্র জেলা সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, মিজান আহমদ, এ এস এম মাসুম খান, ফরহাদ আহমদ, মর্তুজা শরীফ প্রমুখ।
Leave a Reply