বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমকাল পত্রিকার সিলেটের স্টাফ ফটো সাংবাদিক মো ইউসুফ আলীকে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, মো ইউসুফ আলী একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠক। তার নেতৃত্বে বিপিজেএর সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে।
উল্লেখ্য, সংগঠনের ২০২৩-২৪ মেয়াদের নির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল পদত্যাগ করলে জ্যেষ্ঠ সহসভাপতি মো ইউসুফ আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply