নিজস্ব প্রতিবেদক : সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল সিলেট ভেন্যুর খেলা বর্জন করেছেন।
বিপিএল সিলেট ভেন্যুর খেলার ব্যবস্থাপনায় অনিয়ম ও টিকেট বিক্রি নিয়ে বিশৃঙ্খলার প্রতিবাদে নেতাকর্মীদের দাবির মুখে শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় বর্জনের এই ঘোষণা দেয়া হয়।
আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন, বিপিএল সিলেট ভেন্যুর খেলা নিয়ে চরম অনিয়ম চলছে। টিকেট কিনতে গিয়ে মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। নগদ টাকা দিয়ে দলের নেতাকর্মীরাও কোন টিকেট কিনতে পারছেন না।
বিপিএল সিলেট ভেন্যুর খেলা দলের কোন নেতাকর্মী দেখতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও নেতৃবৃন্দ হুশিয়ার করে দেন।
Leave a Reply