ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল ফুটবলের সিলেট পর্বের খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের জয় দিয়ে শুরু হলো।
রবিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেখ জামাল শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৪-৫ গোলের ব্যবধানে পরাজিত করে।
অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনা ছিল ব্রাদার্স ইউনিয়নের; কিন্তু অতিরিক্ত সময়ে পেনাল্টি পেলেও তাতে গোল করতে ব্যর্থ হন অগাস্টিন ওয়ালসন। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় সৈয়দ নাইমুদ্দিনের শিষ্যদের।
শেখ জামালের হয়ে ওয়েডসন ২টি এবং ল্যান্ডিং, এমেকা ও নিপু ১টি করে গোল করেন।
অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নের কিংসলে ২টি এবং মান্নাফ রাব্বি ও ওয়ালসন ১টি করে গোল করেন।
Leave a Reply