ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল সিলেট পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তবে খেলা রবিবার থেকে জেলা স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের ব্যবস্থাপনায়, সাইফ গ্লোবাল স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন-ডিএফএর তত্ত্বাবধানে আয়োজিত বিপিএল সিলেটে প্রথম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা পৌণে ৬টায় জেলা স্টেডিয়ামে অাকাশে বেলুন উড়িয়ে বিপিএল সিলেট পর্বের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টি এমডি আর আমিন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ডিএফএ সভাপতি মাহিউদ্দিন আহমেদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী প্রমুখ।
এরপর ছিল কনসার্ট। ফোক সম্রাজ্ঞী মমতাজ ও ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু সহ অন্যদের সুরের মূর্চ্ছনায় প্রায় ৪ ঘণ্টা গ্যালারি ভর্তি দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
Leave a Reply