ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের পঞ্চম আসর বসছে ৪ নভেম্বর থেকে। ঐ দিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর উদ্বোধন হবে। সার্বিক প্রস্তুতিও শেষ পর্যায়ে পৌঁছেছে।
এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি জানান, উদ্বোধনী খেলায় অংশ নেবে, সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস। সবমিলিয়ে ৮ নভেম্বর পর্যন্ত এখানে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকেট বিক্রি শুরু হবে, ৩০ অক্টোবর থেকে। দাম, সর্বোচ্চ ২ হাজার ও সর্বনিম্ন ২০০ টাকা। পাওয়া যাবে ইউসিবিএল ব্যাংকে। ১৮ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।
Leave a Reply