ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের সিলেট পর্বের তৃতীয় দিনের প্রথম খেলায় চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে ফেণী সকার ক্লাবকে পরাজিত করেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত সময়েই মাঠে গড়ায় বল। প্রথমার্ধের খেলা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ রচনা করে; কিন্তু গোল করতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ সৃষ্টি করে খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী। এর ফলশ্রুতিতেই বলা যেতে পারে, ২০ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন দলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় জাহিদ হোসেন। এরপর আরো সুযোগ পেলেও শেষ পর্যন্ত ১ গোল নিয়েই হলুদ জার্সিধারীরা মাঠ ছাড়ে।
খেলায় ফাউলের বেশ ছড়াছড়ি ছিল। বিশেষ করে ফেণী সকার দলের ২ জন খেলোয়াড়কে স্ট্রেচারে পর্যন্ত চড়তে হয়।
Leave a Reply