নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর সমর্থনে উপজেলা ও পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গাজী মোহাম্মাদ শাহনওয়াজ মিলাদ গাজী। প্রধান বক্তা ছিলেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সভপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল ও অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, সহ সভাপতি গাজী মোহাম্মাদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ।
এদিকে বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেয়ায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিমকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। নতুন করে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজলকে। এছাড়াও কয়েকটি ইউনিয়নের যুবলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
Leave a Reply