চলতি গ্রীষ্ম মৌসুম ও রমজান মাসে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে সহায়তা করতে ব্যবসায়ীদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি খন্দকার সিপার আহমদ এ আহ্বান জানিয়ে বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। চলতি গ্রীষ্ম মৌসুম ও রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ হতে সকল ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে আলোকসজ্জা পরিহার করা ও এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য এফবিসিসিআইয়ের মাধ্যমে দেশের সকল বাণিজ্য সংগঠন ও ব্যবসায়ীদের নিকট অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যুৎ জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, পরিমিত ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ক্রমে উৎপাদনশীল খাতে বিদ্যুৎ ব্যবহার অপরিহার্য্য।
তাই তিনি বিশেষ করে চলতি রমজান মাসে ইফতার, তারাবিহ ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুতের অপরিমিত ব্যবহার পরিহার করে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য সকলস্তরের ব্যবসায়ীর প্রতি আহবান জানান।
Leave a Reply