নিজস্ব প্রতিবেদক : ‘টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গ্রাহক সেবা সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
এছাড়াও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সাংবাদিক আফতাব চৌধুরী, বিদ্যুৎ কমিশনের সদস্য মিজানুর রহমান ও গ্যাস কমিশনের সদস্য আব্দুল আজিজ খান। পরিচালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী।
Leave a Reply