সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎ বিভাগের ৫০ হাজার কোটি টাকা লুটপাট করেছে; কিন্তু দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছেনা। বিদুৎ এখন যায়না-মাঝে মধ্যে আসে। এরপরও সরকারের দায়িত্বশীল এক মন্ত্রী বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। অথচ বাস্তবতা হচ্ছে, চাহিদার তুলনায় সরকার অর্ধেক বিদ্যুতও সরবরাহ করতে পারছেনা। ফলে অনেক এলাকায় এখন ১২-১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
তিনি আরও বলেছেন, সরকার লাগামহীন লুটপাট করে দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। তাই জনগণের সম্পদ লুটপাটকারী এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
আাগামী সোমবার দক্ষিণ সুরমায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন উপলক্ষে শনিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, জনগণের এই দুঃসময়ে আওয়ামী লীগ জনগণের পাশে নেই। বিএনপিই এখন মানুষের ভরসাস্থল। তাই জনগনের প্রতি দায়বদ্ধতা থেকে তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব যৌথ উদ্যোগে বন্যাদুর্গত মানুষদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী খালেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ মকসুদ, বিএনপি নেতা আহাদ চৌধুরী শামীম, মনিরুল ইসলাম তোরণ, মাহবুব আলম, সুহেল ইবনে রাজা প্রমুখ।
Leave a Reply