সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
শনিবার বিকেলে উপজেলা সদরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, শিক্ষক দানিস মিয়া ও আবু হেনা।
বক্তারা শিক্ষিকাকে লাঞ্ছনাকারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হককে অবিলম্বে অপসারণের দাবি জানান।
Leave a Reply