সুনামগগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ও বিদ্যালয়ে শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শ্রেণিকক্ষ আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ রবিবার সকালে সদর উপজেলার শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিত করা হয়েছে, যাতে শিশুরা বিদ্যালয়মুখী হয়। বিদ্যালয়ের পরিবেশ আকর্ষণীয় হলে শিশুরা বিদ্যালয়মুখী হবে এবং ঝড়েপড়াও কমে যাবে।
তিনি শ্রেণিকক্ষে শিশুদের সাধারণ জ্ঞান বিষয়ে পাঠদান করেন। এছাড়া বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ পাঠাগার ও প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ পরির্দশন করেন।
জেলা প্রশাসক পরে সদর উপজেলার বারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
এরপর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষে শিশুদের সাথে কিছু সময় কাটান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য মুজিব বর্ষে জেলার ১০০০টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন, ১৪৬৬টি প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা আয়োজন, বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার হতে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের পাঠচর্চা ও প্রতিযোগিতার আয়োজন এবং ঝরেপড়ার হার কমানোর জন্য শ্রেণিকক্ষ ও পাঠদান কার্যক্রম আকর্ষণীয় করার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে।
তিনি আরো জানান, সকলস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য ডাস্টবিন প্রদান করা হচ্ছে। আগামী প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবনের জন্য প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগারে নিয়মিত ক্লাসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হাওরবেষ্টিত জেলা হওয়ায় যোগাযোগ ব্যবস্থার দুর্গমতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ঝরেপড়া রোধ ও শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য পৃথক নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply