হবিগঞ্জ প্রতিনিধি : পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো শামসুজ্জামান বলেছেন, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের কষ্টে অর্জিত রেমিট্যান্স দেশে পাঠালে কোন ধরনের প্রতারণার শিকার হবেন না; কিন্তু হুন্ডি বা অবৈধভাবে পাঠালে প্রতারণার শিকার হতে হয়।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরে ব্যাংকের টাউন মসজিদ রোড শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহাব্যবস্থাপক হুন্ডি পরিহার করে ব্যাংকের মাধ্যমেই প্রবাসীদের টাকা পাঠানোর আহবান জানিয়ে বলেন, প্রবাসীসহ গ্রাহকদের এখন উন্নত মানের সেবা দিচ্ছে পূবালী ব্যাংক। দেশের সকল শহরে এই ব্যাংকের শাখা ও এটিএম বুথ রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো ফজলুল কবীর চৌধুরী, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পূবালী ব্যাংক টাউন মসজিদ রোড শাখার ব্যবস্থাপক মাহমুদা খাতুন।
Leave a Reply