জগন্নাথপুর প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, পনেরো বছর ধরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে বসে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ হবেনা।
শনিবার, ১০ জুন দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক হাজার পরিবারের মধ্যে গভীর নলকূপ ও টুইন-পিন ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। বিশেষ করে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের প্রচেষ্টা সর্বমহলে প্রশংসিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বয়স্কভাতা, বিধবাভাতা ও উপবৃত্তি দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ কিছুটা কষ্টে আছে। এই কষ্ট দূর করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পিঁয়াজের দাম কমছে। বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হবে।
কারও ভয়ে পিছপা না হয়ে শেখ হাসিনার সঙ্গে থাকতে এম এ মান্নান এমপি জনগণের প্রতি আহ্বান জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম ও জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল ইসলাম।
পরে পরিকল্পনা মন্ত্রী হতদরিদ্র ২০০ পরিবারে একটি করে গভীর নলকূপ ও ৮০০ পরিবারের মধ্যে টুইন-পিন ল্যাট্রিনের স্লিপ বিতরণ করেন।
এর আগে শুক্রবার, ৯ জুন দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, আগামী দুই-এক সপ্তাহের মধ্যে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি আছে। তবে সেই ঘাটতি পূরণ করতে চেষ্টা করছে সরকার। ইতোমধ্যে ঘাটতি কিছুটা পূরণ হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সহ অন্যরা।
Leave a Reply