জকিগন্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের নিকট থেকে কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার, ১৯ এপ্রিল বাদ জুম্মা উপজেলার শাহগলী বাসস্ট্যান্ডে প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচি পালন করেন।
মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাকিব হোসেন আল আমিন, শিপু আহমদ ও অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন উপজেলার শতাধিক মানুষকে বিদেশে পাঠানোর নিশ্চয়তা দিয়ে জকিগন্জ উপজেলার বারহাল ইউনিয়নের শরিফাবাদ গ্রামের নূর উদ্দিনের ছেলে শাহাজাহান আহমেদ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে।
তারা অবিলম্বে এই প্রতারককে খোঁজে বের করে গ্রেফতার, টাকা উদ্ধার ও তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply