বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের জন্যে দায়ী ও নেপথ্য নায়কদের চিহিৃত করে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি/২৮ পৌষ) দুপুরে বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঐ ঘটনায় নিহত ও চাকরিচ্যুতদের স্বজনরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মো ফরিদ আহমদ, মো আব্দুল কাদির, বশির আহমদ, প্রভাত দেবনাথ, রমা কান্ত, ফজলে রাব্বী অভি ও আব্দুল মান্নান।