ইন্টারনেট বিশ্বের অংশীজনের অংশগ্রহণে ৬ষ্ঠ বারের মতো আয়োজিত বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স-বিডিসিগ শনিবার শেষ হয়েছে।
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-বিআইজিএফ ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বিডিসিগ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিটিআরসির সিস্টেম ও সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো নাসিম পারভেজ, এনডিসি। তিনি বলেন, সরকার এক দেশ এক রেট চালু করেছে। উদ্দেশ্য, ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের স্বার্থ রক্ষা করা। যদিও সাধারণভাবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি। অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ৫৮ শতাংশ দেশের মোট ব্যান্ডউইথের। বিটিআরসি টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকায় ব্রডব্যান্ড সংযোগ স্থাপন, সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশন, টেলিযোগাযোগের সম্প্রসারণ এবং মোবাইল প্রযুক্তি ও প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে ইন্টারনেট-ভিত্তিক ডিজিটাল ডাক পরিষেবার প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।
বিশেষ অতিথি ছিলেন, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিআইজিএফের অন্যতম প্রতিষ্ঠাতা এএইচএম বজলুর রহমান। তিনি বলেন, বিআইজিএফ, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সরকারের সঙ্গে কাজ করছে। বিআইজিএফ জ্ঞান সৃষ্টি, জ্ঞান সংরক্ষণ, জ্ঞান প্রচার ও জ্ঞান ব্যবহারের জন্য সরকারের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নীতিগত পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সংলাপ ও আলোচনা সভা পরিচালনা করে । এছাড়া বিডিএসআইজি স্টেকহোল্ডারদের সক্ষমতা জোরদার করার জন্যও কাজ করে যাচ্ছে।
তিনি ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি থেকে আইজিএফের কার্যক্রম ও এর পথপরিক্রমা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং বিডিসিগের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা দেন।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply