নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে সিলেটে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ফিল্ম সোসাইটি রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদমিনারে এর আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক নিরঞ্জন দে যাদু। বক্তব্য রাখেন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট ফিল্ম সোসাইটির সদস্য সচিব অসিত বরণ দাসগুপ্ত। পরিচালনায় ছিলেন, আবু বকর আল আমিন। এর আগে অরূপ বাউলের তৈরি সংগঠনের লোগো উন্মোচন করা হয়।
পরে চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচিত্র ওরা ১১ জন প্রদর্শন করা হয়।
Leave a Reply