নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে ৩৬ জন পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসে শহীদ এসপি শামসুল হক মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় সংবর্ধিত পুলিশ মুক্তিযোদ্ধারা যুদ্ধদিনের স্মৃতিচারণ করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৪৬ বছেরও মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে পাঠ্যপুস্তকে উঠে আসেনি।
তারা সবাইকে হুশিয়ার করে দিয়ে বলেন, মিরজাফরা শেষ হয়ে যায়নি। এখনও জীবিত রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মো নজরুল ইসলাম। সভাপতিত্ব পুলিশ সুপার মো মনিরুজ্জামান।
Leave a Reply