নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে খেলাঘর সিলেট জেলা কমিটি শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।
সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জাতীয় পতাকা উত্তোলনের মাধমে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য ডা আবু সাঈদ। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি তাজুল ইসলাম বাঙালি। এসময় কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, সাবেক জেলা সভাপতি মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল ও অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোর সমাবেশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কণ ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply