নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে এম সি কলেজে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।
শনিবার সকালে এম সি কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল এ শোভাযাত্রাটি কলা ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদমিনারে এম সি কলেজের প্রত্যেক বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিজয় শোভাযাত্রায় অংশ নেন, সকল বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া এম সি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
Leave a Reply