নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মডেল কলেজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পিঠা উৎসব উদ্বোধন করেন, সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী জাতিসংঘে সাবেক রাষ্ট্রদূত ড এ কে আব্দুল মোমেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান আতাউর রহমান পীর, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস, ট্রাস্টি সিলটিভির ব্যবস্থাপনা পরিাচলক মাহবুবুল আলম মিলন, কাজী হুমায়ুন কবীর, ড রেজাউল কবীর ও মির্জা তারেক বেগ।
Leave a Reply