নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসকে সামনে রেখে সিলেট জেলা তাঁতি লীগ বিজয় শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে বিজয় শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিজয় শোভাযাত্রায় অংশ নেন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, তাঁতি লীগের বিভাগীয় প্রধান সমন্বয়ক মোহাম্মদ বাদশা গাজী ও জেলা আহ্বায়ক নূরুল আমিন।
বিজয় শোভাযাত্রা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
Leave a Reply