সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে চার দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রী মিলনায়তনে এর উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মুহাম্মদ জাফর ইকবাল।
আতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী।
প্রধান অতিথি ড মুহাম্মদ জাফর ইকবাল বলেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দেশে একটি বৈপ্লবিক পরিবর্তন আসছে। বাঙালি যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই চেষ্টা করছে সরকারও। বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্ম অবশ্যই জাতিকে এগিয়ে নিয়ে যাবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আমরা দেশকে তোমাদের মতো বিজ্ঞান মনস্ক নতুন প্রজন্মের সহায়তায় পাল্টে দিতে চাই।’
এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চলবে রবিবার পর্যন্ত। এতে ১৮টি স্টল বসেছে।
Leave a Reply