মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহণ শ্রমিকদের সংঘর্ষের জের ধরে মৌলভীবাজার জেলায় পরিবহণ ধর্মঘট চলছে।
বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়। এর প্রতিবাদে শুক্রবার শ্রীমঙ্গলে পরিবহণ ধর্মঘট পালন শেষে শনিবার থেকে রবিবার পর্যন্ত পুরো জেলায় পরিবহণ ধর্মঘট আহ্বান করা হয়।
এরপরও পরিবহণ শ্রমিকদের দাবি মানা না হলে সিলেট বিভাগব্যাপী পরিবহণ ধর্মঘটের ঘোষণা দেয়া হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।
এদিকে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের জন্য সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও জেলা প্রশাসন শ্রমিকদের সাথে একাধিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের আনুরোধ জানান; কিন্তু শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরে আসেননি।
Leave a Reply